S M MOMINUL I A J'S Poetry Click Here~ S M MOMINUL I A J'S Poetry, Poem, A poem written by S M MOMINUL I A J এস এম মোমিনুল আই এ জে এর লেখা একটি কবিতা In Bengali and English~ In Bengali: তোমারই কালজয় এস এম মোমিনুল আই এ জে তুমি-ই এসেছিলে আর হেসেছিলে আমার দরজায় কড়া নেড়েছিলে তোমার আসা-যাওয়া, হাসির ছন্দে বন্ধ দরজার খিল খুলেছে আপন তটে। সাড়া দিয়েছিলাম তোমার সেই ডাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলাম তোমার-ই মায়ার বন্ধনে তুমি চেয়েছিলে বলে সবটুকু উজাড় করে দিয়েছি নাম দিয়েছিলে তোমার নিজের মতো করে। কত বাধা-বিপত্তি, ঝড়, বৃষ্টিবাদল উপেক্ষা করে নিজের সব আশা, ইচ্ছাটুকু বাদ দিয়ে আগলিয়ে রেখেছিলাম তোমায় অল্পতে নয়, পুরোটাজুড়েই বাস করেছিলাম কারণ আমি তার নাম দিয়েছিলাম ভালবাসা। কখনো তো কিচ্ছু চাইনি, মন কিছু তো চায়, সামান্য হলেও কিছু কিন্তু বিনিময়ে পেলাম ঘন কালো মেঘ। বুঝতে পারিনি, হয়ত বুঝতেও চাইনি তবে দেরিতে হলেও বুঝেছি-জেনেছি, দুনিয়ার স্বার্থপরতায় তুমিও অংশীদার। সময়-সুযোগ মতো ঠিক পাশ কাটিয়ে চলে গেছো নিজের পুরোটাই বুঝে নিয়েছো, অবশেষে আমি ফাঁকা, আ...
As a Teacher, Poet, Writer, Journalist, Editor & Publisher, Reciter, Singer, Melodist, Researcher & a Cultural man. Fields of work: Education, Research, Arts, Literature, Culture, Science &Technology, ICT & Media, Human Rights & Social Development, Sports & Martial Arts, Publishing & Editing, Information knowledge...