S M MOMINUL I A J'S Poetry Click Here~ S M MOMINUL I A J'S Poetry, Poem, A poem written by S M MOMINUL I A J এস এম মোমিনুল আই এ জে এর লেখা একটি কবিতা In Bengali and English~ এস এম মোমিনুল আই এ জে রচিত " তোমারই কালজয় " চমৎকার একটি উল্লেখযোগ্য কবিতা। আপনার ইচ্ছে হলে এই প্রেমময় কবিতাটি পড়তে পারেন। " Tomaroi Kaljoy " written by S M MOMINUL I A J is a wonderful and remarkable poem. If you wish, you can read this loving poem. In Bengali: তোমারই কালজয় এস এম মোমিনুল আই এ জে তুমি-ই এসেছিলে আর হেসেছিলে আমার দরজায় কড়া নেড়েছিলে তোমার আসা-যাওয়া, হাসির ছন্দে বন্ধ দরজার খিল খুলেছে আপন তটে। সাড়া দিয়েছিলাম তোমার সেই ডাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলাম তোমার-ই মায়ার বন্ধনে তুমি চেয়েছিলে বলে সবটুকু উজাড় করে দিয়েছি নাম দিয়েছিলে তোমার নিজের মতো করে। কত বাধা-বিপত্তি, ঝড়, বৃষ্টিবাদল উপেক্ষা করে নিজের সব আশা, ইচ্ছাটুকু বাদ দিয়ে আগলিয়ে রেখেছিলাম তোমায় অল্পতে নয়, পুরোটাজুড়েই বাস করেছিলাম কারণ আমি তার নাম দিয়েছিলাম ভালবাসা। কখনো তো কিচ্ছু চা...
As a Teacher, Poet, Writer, Journalist, Editor & Publisher, Reciter, Singer, Melodist, Researcher & a Cultural man. Fields of work: Education, Research, Arts, Literature, Culture, Science &Technology, ICT & Media, Human Rights & Social Development, Sports & Martial Arts, Publishing & Editing, Information knowledge...